শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৬ জনকে অর্থদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৬, ১৪ জুন ২০২২

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৬ জনকে অর্থদন্ড

ভ্রাম্যমান আদালতের অভিযান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা প্রশাসন সোমবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত আড়াইহাজার সদর বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।  

অভিযানে নেতৃত্ব দেন  উপজেলা র্নিবাহী অফিসার রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হেসেন।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, অভিযান পরিচালনা করার সময় দুপ্তারার সালাউদ্দিন টেক্রাইলকে ইমারত আইন  না মানায় ৫০ হাজার টাকা, হোটেলে অব্যপস্থানা ও ময়লা থাকায় ঢাকা কাবাবকে ১০হাজার, নান্না বিরানী, হাজী বিরানী ও মা কনফেকশনীকে ১৭  হাজার টাকা অর্থদন্ড করা হয়। এই সময় আড়াইহাজার থানা পুলিশ অভিযানে অংশ নেয়। তাছাড়া ও সদর বাজারকে যানজট মুক্ত করতে অভিযান পরিচলানা করা হয়।  

সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন জানান, সকল প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।