শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এতিমদের মধ্যাহ্নভোজের মাধ্যমে একটি রেস্টুরেন্টের পথচলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:১০, ২১ আগস্ট ২০২১

আপডেট: ১৮:৪৯, ২ সেপ্টেম্বর ২০২১

এতিমদের মধ্যাহ্নভোজের মাধ্যমে একটি রেস্টুরেন্টের পথচলা শুরু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায়  অর্ধশতাধিক এতিম শিশুকে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে পথচলা শুরু হয় স্কাই ফ্লাই নামে একটি রেষ্টুরেন্টের। 

শুক্রবার (২০ আগস্ট)  রেস্টুরেন্টের উদ্বোধন হয়।

রেস্টুরেন্টটির ব্যবস্থাপক ফেরদৌস আলম জানান, স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার পরিবেশনই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

পাঁচ তারকা হোটেলের মেন্যু এবং আন্তর্জাতিক মানের খাবার পরিবেশন করা হবে বলে জানান তিনি। তবে গ্রাহকদের কথা মাথায় রেখে দামটা সহনীয় হবে বলে জানান ব্যবস্থাপক ফেরদৌস আলম।

চার তলা এই হোটেলটির প্রথম ফ্লোরে অতিথি ধারণ ক্ষমতা ২৬ জন। তৃতীয় ফ্লোরে মিনি পার্টি সেন্টারের পাশাপাশি আছে জিমনেসিয়াম। দ্বিতীয় ফ্লোরে অতিথিদেরও খাবারের জায়গা ছাড়াও রয়েছে অতিথিদের থাকার কক্ষ। এতে প্রেসিডেন্সিয়াল স্যুট, সিগনেচার রুম এবং ডিলাক্স স্যুট কক্ষ রয়েছে।

গ্রাহকদের জন্য রয়েছে সুইমিং পুল। যারা কক্ষ ভাড়া নিয়ে থাকবেন তারাই শুধু সাঁতার কাটার সুযোগ পাবেন। 
এছাড়া ছুটির দিনে রুফ টপে বারবিকিউ করার দারুন ব্যবস্থা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। 

তাছাড়া এ হোটেলে ২০ থেকে ২৫ জনের জন্য কর্পোরেট প্যাকেজ রয়েছে। থাকার পাশাপাশি কর্পোরেট মিটিং এবং মিনি পার্টির সুযোগ রয়েছে স্কাই ফ্লাইতে। 

খাবারেও রয়েছে বৈচিত্র্য। ২৪ ক্যারেট গোল্ড বিফ স্টেক, কালো ক্যাভিয়ারসহ শ্যামন মাছ, ২৪ ক্যারেট গোল্ডেন ড্রাগন স্পেশাল আইটেম রয়েছে ভোজন রসিকদের। থাকছে মাল্টিকুইজিন স্যাকশন 

থাই, চাইনিজ, ভারতীয় এবং ইতালীয় আইটেমের আয়োজন রয়েছে যারা বৈচিত্রময় খাবার স্বাদ পেতে চান তাদের জন্য। 

ভোজন রসিক মানুষদের আন্তর্জাতিক মানের খাবারের স্বাদ দিতে এই রেস্টুরেন্ট এবং হোটেল প্রতিষ্ঠা করেন লন্ডন প্রবাসী ব্যবসায়ী সাকিব-রশিদ ও সাদাত রশিদ।

নারায়ণগঞ্জ পোস্ট