শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অনলাইন এন্ড অফলাইন কমার্স এন্টারপ্রেনার অব বাংলাদেশের গেট টুগেদার অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৮, ২৩ জানুয়ারি ২০২২

আপডেট: ০২:০০, ২৩ জানুয়ারি ২০২২

অনলাইন এন্ড অফলাইন কমার্স এন্টারপ্রেনার অব বাংলাদেশের গেট টুগেদার অনুষ্ঠিত

গেট টুগেদার

নারায়ণগঞ্জে অনলাইন ভার্চ্যুয়ালি পণ্য ও সেবা প্রদর্শন যাচাই বাছাই ও ক্রয় বিক্রয়ের অন্যতম প্ল্যাটফর্ম  'অনলাইন এন্ড অফলাইন কমার্স এন্টারপ্রেনার অব বাংলাদেশে' গ্রুপের গ্রট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) মেলা ফুড ভিলেজে অনুষ্ঠিত এ গেট টুগেদারে উপস্থিত ছিলেন সকল প্রশিক্ষক।

মুলত এটি একটি অনলাইন প্লাটফর্ম যেখানে সকল ক্রেতা বিক্রেতাগণ ভার্চুয়ালি পণ্য ও সেবা প্রদর্শন, যাচাই বাছাই এবং ক্রয় বিক্রয় করতে পারবেন।

এ গ্রুপের মুল উদ্দেশ্য, ছাত্র ছাত্রী থেকে শুরু করে সব ধরনের মানুষ তাদের থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে যেন পারে সে ব্যবস্থা করা। এবং অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে কোর্সের শেষে। 

যে বিষয়গুলো প্রশিক্ষণ দেয়া হয়- টাই-ডাই, বাটিক, হাতে তৈরি গহনা, পুথিঁ পণ্য, পাট পণ্য সেলাই প্রশিক্ষণ এবং অন্যান্য। 

গ্রুপ ফাউন্ডার রুমন একা ও এডমিন প্যানেলের খালেদা আক্তার ও রজনীসহ উপস্থিত ছিলেন প্রশিক্ষক দিশারি আহসান (কুকিং প্রশিক্ষক), নিপা (পুথিঁর তৈরি গহনা প্রশিক্ষক), খাদিজা কণা (কুশিপণ্য প্রশিক্ষক), খালেদা আক্তার (টাই-ডাই, বাটিক প্রশিক্ষক), নিশাত আনজুম (বেকিং ও বেকিং প্রশিক্ষক), রজনী (টেইলারিং প্রশিক্ষক)। এছাড়াও গ্রুপের সাধারণ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফাহানা জুই, হাসি হিমু ও ফারজানা মৌ ।