শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ধর্ষণের প্রমাণ মিলেছে, মামুনুলের বিরুদ্ধে শিগগিরই চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:১৬, ৪ জুন ২০২২

আপডেট: ০৬:২২, ৪ জুন ২০২২

ধর্ষণের প্রমাণ মিলেছে, মামুনুলের বিরুদ্ধে শিগগিরই চার্জশিট

ফাইল ছবি

নাশকতার ৮ মামলায় রাষ্ট্রবিরোধী তৎপরতা এবং বিয়ের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের রিসোর্টে নিয়ে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে জান্নাত আরা ঝর্ণাকে ধর্ষণের প্রমাণ পেয়েছে সিআইডি। গোয়েন্দারা বলছেন, বহির্বিশ্বে দেশকে কট্টপন্থি রাষ্ট্রহিসেবে পরিচিত করাতে চেয়েছিলেন তিনি। এসব বিষয় উল্লেখ করে শিগগিরই দেয়া হচ্ছে চার্জশিট।

সিআইডির অ্যাডিশনাল ডিআইজি ইমাম হোসেন বলেন, নাশকতার ৮ মামলায় মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। সিআইডি বলছে, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই মাঠে নেমেছিল হেফাজতে ইসলাম।

তিনি আরো বলেন, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের রিসোর্টে জান্নাত আরা ঝর্ণাকেসহ হেফাজত নেতা মামুনুল হককে আটক করে স্থানীয়রা। এরপর ৩০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগে সোনারগাঁ থানায় মামলা করেন ঝর্ণা। তবে তাকে দ্বিতীয় স্ত্রী দাবি করেছিলেন মামুনুল।

সিআইডি বলছে, শুধু রিসোর্টে নয় ঢাকায় বাসা ভাড়া করেও ঝর্ণাকে রেখেছেন মামুনুল। নিয়েছেন তার অসহায়ত্বের সুযোগ। ওই নারীকে ধর্ষণের প্রমাণও পেয়েছেন তারা।

ফরেন্সিক ডাটা সংগ্রহ শেষে শিগগিরই নাশকতার মামলায়গুলোর অভিযোগপত্র জমা দিচ্ছে যাচ্ছে সিআইডি।