শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নতুন শিক্ষাক্রম অনুমোদন, ২০২৩ সাল থেকে বাস্তবায়ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৮, ৩১ মে ২০২২

নতুন শিক্ষাক্রম অনুমোদন, ২০২৩ সাল থেকে বাস্তবায়ন

প্রতীকী ছবি

নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার। ২০২৩ সাল থেকে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে।

এই শিক্ষাক্রম অনুযায়ী প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি এবং এসএসসি পর্যায়ে কোনো বিভাগ বা গ্রুপ থাকবে না।

সোমবার (৩০ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষাক্রম বিষয়ক উপদেষ্টা কমিটি এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) এক যৌথ সভায় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুমোদিত হয়েছে।  

সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৩ সাল থেকে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। এই শিক্ষাক্রম অনুযায়ী প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি থাকবে এবং এসএসসি পর্যায়ে কোনো বিভাগ বা গ্রুপ থাকবে না। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে আলাদা আলাদা পাবলিক পরীক্ষা হবে।

সভায় জানানো হয়, ২০২২ সাল থেকে পাইলটলিং হিসেবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে। ২০২৩ সাল থেকে নতুন এই শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন করা হবে।