শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দর সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বিদায় ও বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৬, ২৯ নভেম্বর ২০২৪

বন্দর সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বিদায় ও বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ বন্দর ২০ নং ওয়ার্ড সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। 

২৮ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে অত্র বিদ্যালয়ের  পি টি এ'র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আলী সভাপতিত্বে ও শিক্ষার্থীদের সমাপনী ও দোয়া মাহফিলে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সভাপতি ও নাসিক বন্দর ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব শাহেন শাহ আহাম্মেদ। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন শিক্ষার্থীরা হচ্ছে বাতি। তারা সুশিক্ষা শিক্ষিত হয়ে দেশ ও সমাজে আলো ছড়াবে এটাই আমরা আশা করি। আগামী দিনে শিক্ষার্থীরা দেশের জন্য আলো ছড়াবে যদি সঠিকভাবে আলো ছড়াতে না পারে তাহলে দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। আমি সকল শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুর জাহিদ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাজেদা বেগম। সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর কর্ণফুলী শিপইয়ার্ডের ব্যবস্থাপক মোঃ মহসিন মিয়া, সোনাকান্দা বড় জামে মসজিদের সহ-সভাপতি শফিউল আলম শামীম, বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ  জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিএনএন বাংলা টিভি জেলা প্রতিনিধি এস এম শাহিন আহমেদ, ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল্লাহ আলতাজ, সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাসুদ মোহাম্মদ সাইদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবকবৃন্ধ। দেশ ও জাতির কল্যাণে ও শিক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করেন সোনাকান্দা বড় মসজিদের ইমাম। উক্ত অনুষ্ঠানে পঞ্চম শ্রেণীর সমাপনী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি  সহ অন্যান্য অতিথিবৃন্দরা।