মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তীব্র গরমে অতিষ্ঠ নারায়ণগঞ্জবাসী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৪, ১০ জুলাই ২০২২

তীব্র গরমে অতিষ্ঠ নারায়ণগঞ্জবাসী

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ পবিত্র ঈদুল আজহার দিনে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তীব্র গরমেই নগরবাসী কোরবানি সম্পন্ন করছেন।

রোববার (১০ জুলাই) সকাল থেকে রোদের প্রখর তাপে মানুষ অস্থির হয়ে ওঠেন। সকালে ঈদগাহে মানুষ গরমে অনেকে ঈদগাহের ভেতর থেকে বেরিয়ে সড়কে ছায়ায় নামাজ আদায় করেন। ঈদগাহের ভেতরে নামাজ আদায়কারীরা গরমে অস্থির হয়ে ওঠেন।  

এদিকে এ তীব্র গরমে ঘরে ঘরে জ্বর ঠাণ্ডার প্রকোপ দেখা দিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, আজ তাপমাত্রা বেশি। এই আবহাওয়ার কারণে ঘরে ঘরে জ্বর ঠাণ্ডা লাগছে। এ ছাড়া করোনার প্রকোপটাও একটু বেড়েছে। সবাই আমরা ঈদে যেন লাগামহীন না হয়ে যাই। আমাদের উচিত স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান নিশ্চিত করা।