শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে মৎস্য সপ্তাহ উপলক্ষে পুকুরের মাটি ও পানি পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৮, ৩১ আগস্ট ২০২১

আপডেট: ১৮:৫২, ২ সেপ্টেম্বর ২০২১

আড়াইহাজারে মৎস্য সপ্তাহ উপলক্ষে পুকুরের মাটি ও পানি পরীক্ষা

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় খাগকান্দা ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা  কামরুন্নাহার বেগম, আইরিন নাহার সিথী, সহকারি মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, ক্ষেত্র সহকারী শাম্মী আক্তার, মিলি বেগম, ইউপি সদস্য রফিক প্রমুখ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতার জানান, খাগকান্দা ইউনিয়নের মৎস্য চাষীদের পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হয় এবং মাছচাষে মাটি ও পানির গুণাগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা ও মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান করা হয়। 

এতে খাগকান্দা ইউনিয়নের মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।