বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাণিজ্য মেলায় জামদানি শাড়িতে নজর কাড়ছে নারীদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২৫, ১৪ জানুয়ারি ২০২৩

বাণিজ্য মেলায় জামদানি শাড়িতে নজর কাড়ছে নারীদের

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক বানিজ্য মেলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) কর্তৃক সাজানো হয়েছে প্যাভিলিয়ন।

১৪ জানুয়ারি (শনিবার) আন্তর্জাতিক বানিজ্য মেলায় সরেজমিনে ঘুরে এমন চিত্র লক্ষ্য করা যায়। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, দোকান গুলোতে রঙ-বেরঙের আলোক সজ্জার মাধ্যমে সাজানো হয়েছে নানা রকমের কুটির শিল্প। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জামদানী শাড়ি, ব্যাগ, কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারী, লেদারগুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্যসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী। বানিজ্য মেলায় অন্য সব দোকান গুলোর চেয়ে এখানে ক্রেতাদের ভিড় তুলনামূলক অনেক কম। তাই কিছুটা হতাশ হয়ে অবসর সময় পার করছেন বিক্রেতারা।

ব্যাগ বিক্রেতা শহিদুল ইসলাম জানান, গ্যালারিতে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় তুলনামূলক অনেক কম থাকে। আমাদের এখানে ৬০০ থেকে ৫০০০ হাজার টাকা মূল্যের ভেতর ভালো ব্যাগ পাবেন।

জামদানী শাড়ী কিনতে আসা রুবিনা আক্তার নারায়ণগঞ্জ পোস্ট ডটকমকে জানান, স্বপরিবারে প্রতি বছর বানিজ্য মেলায় ঘোরাঘুরি ও কেনাকাটা করি। বানিজ্য মেলায় আমার প্রধান আকর্ষণ থাকে জামদানী শাড়ি। জামদানী শাড়ী আমার খুব পছন্দের। আমি শাড়ি পছন্দ করছি,ভালো লাগলে শাড়ি কিনবো।