শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে শুরু হলো সাধারণ সেবা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:১৫, ১০ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে শুরু হলো সাধারণ সেবা

৩শ শয্যা হাসপাতাল

নারায়ণগঞ্জের খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে সাধারণ সেবা (আউটডোর) চালু করা হয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের চাপ কমে যাওয়ায় সাধারণ সেবা চালু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

শনিবার (৯ অক্টোবর) রাতে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। 

রোববার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আউটডোরে চিকিৎসা সেবা প্রদান করা হবে সাধারণ রোগীদের। তবে ২৪ ঘন্টাই করোনায় আক্রান্তদের জন্য সব ধরনের সেবা কার্যক্রম চালু রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সাধারণ রোগীদের ভর্তি নেয়াও শুরু হয়েছে হাসপাতালে। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার জানান, করোনায় আক্রান্ত রোগীদের চাপ এখন অনেক কমে এসেছে। করোনার শুরু থেকেই এই হাসপাতালে সাধারণ সেবা বন্ধ করে এটিকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হয়। পরে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হবার আগে রোগীদের চাপ কমে এলে সাধারণ সেবা চালু করা হয়। পরে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে আবারো সাধারণ সেবা বন্ধ করা হয় হাসপাতালে। এখন আবার নিয়মিত আউটডোরে চিকিৎসা সেবা চলবে।