শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পদ্মা সেতুর ব্যানার ফেস্টুনে ছেয়েছে নারায়ণগঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৬, ২৫ জুন ২০২২

পদ্মা সেতুর ব্যানার ফেস্টুনে ছেয়েছে নারায়ণগঞ্জ

ব্যানার ফেস্টুন

নারায়ণগঞ্জে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জেলার প্রধান প্রধান সড়ক, বিভিন্ন ভবন, বিলবোর্ড ছেয়েছে ব্যানার ফেস্টুনে। এসব ব্যানার ফেস্টুনে পদ্মা সেতুর এই চ্যালেঞ্জ মোকাবেলায় সফলতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে।

শনিবার (২৫ জুন) সকাল থেকে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এসব ব্যানার ফেস্টুনে ছেয়ে থাকায় নগরীতে বিরাজ করছে উৎসবের আমেজ।  

এদিকে সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে দেখা গেছে, অনেকেই পদ্মা সেতু সম্বলিত টি শার্ট পরিধান করেছে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিনটি উপলক্ষে আয়োজন করেছে বিশেষ আয়োজনের।  

সকালে জেলা প্রশাসনের উদ্যোগে হয়েছে র‍্যালিও।  

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসব ব্যানার ফেস্টুন লাগিয়েছেন।