শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মন্ডলপাড়া ব্রীজের পশ্চিম পাশের ঢালাই কাজ সম্পন্ন : অসিত বরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:০৮, ৩০ জুন ২০২২

মন্ডলপাড়া ব্রীজের পশ্চিম পাশের ঢালাই কাজ সম্পন্ন : অসিত বরণ

মন্ডলপাড়া ব্রীজ

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া-নিতাইগঞ্জ বঙ্গবন্ধু সড়কের অন্যতম গুরুতপূর্ণ মন্ডলপাড়া ব্রীজের ঢালাই কাজ শেষ হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে আশ্বাস দেন সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।
মঙ্গলবার দুপুরে মন্ডলপাড়া ব্রীজের পশ্চিম পাশের ঢালাই কাজ সম্পন্ন হয়। এই ঢালাই কাজের উদ্বোধন করেন কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।

অসিত বরণ বিশ্বাস বলেন, ‘ম-লপাড়া ব্রীজের ঢালাই সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে জনসাধারণ বাকি অংশ দিয়ে চলাচল করতে হবে। কারণ এর আগেই পূর্ব পাশের অংশ দিয়ে মানুষ চলাচল করছে। এখন পশ্চিম পাশে অংশ চালু হলে ম-লপাড়া ব্রীজে আর কোন ভোগান্তি থাকবে না। মেয়র মহোদয়ের অন্তরিকতায় এ কাজ দ্রুত হচ্ছে।’

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ‘বাবুরাইল খালের সঙ্গে সম্পৃক্ত ম-লপাড়া ব্রীজের ডিজাইন একাধিকবার পরিবর্তন করা হয়। এছাড়াও ব্রীজের কাজে যে কোম্পানি টেন্ডার পেয়েছে তারাও সময় নষ্ট করেছে। বিশেষ করে করোনা মাহামারীতে উন্নয়ন কাজ বন্ধ ছিল। এসব কারণে ব্রীজের কাজে সময় লাগছে। তবে সিটি করপোরেশন নির্বাচনের পর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ব্যাপক গুরুত্ব দিয়ে জোরালো ভাবে কাজ শুরু করেন। যারা ধারাবাহিকতায় পূর্ব পাশের ব্রীজের কাজ দ্রুত শেষ হয়ে গাড়ি চলাচল শুরু হয়। যার ফলে মানুষের ভোগান্তিও অনেক অংশে কমে আসে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন বলেন, ঢালাই সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে মানুষ পুরো ব্রীজটি ব্যবহার করতে পারবে। করোনা মহামারী ও ডিজাইনে কিছু পরিবর্তন হওয়ায় ব্রীজের কাজে সময় লাগেছে। আশা করছি খুব শিঘ্রই নগরবাসী এ ব্রীজের সুবিধা পাবেন।’