শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে গার্মেন্টস বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৯, ১৩ আগস্ট ২০২২

না.গঞ্জে গার্মেন্টস বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ 

শ্রমিক বিক্ষোভ 

নারায়ণগঞ্জের মুনলাক্স এ্যাপারেলস লি. গার্মেন্টস বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শনিবার (১৩ আগষ্ট) শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।

এসময় শ্রমিকরা জানান, গত কয়েক মাস যাবৎ তারা আমাদের বেতন ঠিকমত দিচ্ছিল না। বেতন চাইতে গেলে মারধর, গুম ও এলাকা ছাড়া করার হুমকি দিত কর্তৃপক্ষ। গত ঈদের বেতন ও বোনাসও তারা তিন কিস্তিতে দিয়েছে। এভাবে কত চলা যায়। 

তারা বলেন, আমরা গত দশ পনেরো দিন যাবৎ ডে-নাইট ডিউটি করেছি। ১০ তারিখে আমাদের বেতন দেয়ার কথা ছিল। সেই বেতন ১১ তারিখে দেয়ার কথা বলেছে এখনও দেয়নি। আজ সকালে আমরা গার্মেন্টসে গিয়ে দেখি সকল গেইটে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। 

তারা আরও জানান, আমরা রাস্তায় নামলে প্রশাসন আমাদের পেটায় মেয়েদের গায়েও হাত দেয়। আমরা কোথায় যাবো।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের ওসি বশির উদ্দিন জানান, গার্মেন্টসটি সেভাবে বন্ধ করা হয়নি। আজকে সম্ভবত তাদের বেতন দেয়ার কথা ছিল। সেটা কোন কারণে রোববার দেয়া হবে। তাই শ্রমিকদের সাথে ঝামেলা এড়াতে কর্তৃপক্ষ গার্মেন্টসটি বন্ধ রেখেছে। এ ঘটনায় শ্রমিকরা মিছিল ও বিক্ষোভ করেছে। আগামীকাল তাদের একাউন্টে বেতন ঢুকে যাবে বলে আমাদের জানিয়েছে মালিকপক্ষ।