শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে চলছে পূজার শেষ মুহুর্তের প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:১৭, ৩০ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০৬:১৭, ৩০ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জে চলছে পূজার শেষ মুহুর্তের প্রস্তুতি

ফাইল ছবি

আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নারায়ণগঞ্জে এবছর ২১৮টি মন্ডপে উদযাপিত হবে দূর্গাপূজা। পূজাকে কেন্দ্র করে জেলাজুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) শহরের বেশ কয়েকটি পূজা মন্ডপে গিয়ে দেখা গেছে উৎসবমুখর দৃশ্য। 

পূজাকে কেন্দ্র করে মন্ডপগুলোতে চলছে শেষ মুহুর্তের সাজসজ্জার কাজ। শেষ মুহুর্তের রং তুলির আঁচড়ে প্রতিমা সাজিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। 

এদিকে প্রতি বছরের মত এবারও বঙ্গবন্ধু সড়কে তৈরি করা হয়েছে বিশাল বড় তোড়ন। শহরের পূজা মন্ডপের আশেপাশের এলাকাগুলোতে করা হয়েছে বাহারি আলোকসজ্জা। 

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন জানান, পূজা উপলক্ষে আমরা একাধিক সভা করেছি। প্রশাসনের পক্ষ থেকে সকল রকমের সুযোগ সুবিধার আশ্বাস দেয়া হয়েছে। 

এদিকে পূজাকে কেন্দ্র করে কেউ যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে জেলা জুড়েই কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মেস্তফা রাসেল।