শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢাকা-না.গঞ্জ রুটে ট্রেন বন্ধ, চরম ভোগান্তি জনসাধারণের 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৪৬, ৬ ডিসেম্বর ২০২২

ঢাকা-না.গঞ্জ রুটে ট্রেন বন্ধ, চরম ভোগান্তি জনসাধারণের 

ফাইল ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে দ্বিতীয় দিনের মত বন্ধ আছে ট্রেন চলাচল। এর ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকাগামী চাকুরীজীবী ও শিক্ষার্থীদের। ট্রেন চলাচল বন্ধ থাকায় ভীড় বেড়েছে শহরের বাস কাউন্টারগুলোতে। বেশি ভাড়া দিয়ে বাধ্য হয়েই বাসে চড়ে যেতে হচ্ছে ঢাকা।

সোমবার (৫ ডিসেম্বর) শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

এসময় চাষাঢ়া বাস কাউন্টার এলাকা ঘুরে অন্যান্য দিনের তুলনায় বেশি ভীড় দেখা গেছে। বাস কাউন্টারে টিকিট বিক্রেতাদের সাথে কথা বললে তারা জানান, ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের চাপ একটু বেশি। 

ঢাকার বাবু বাজারের আড়ৎদার ইবনে হাসান জানান, আগে ট্রেনে করে চলাচল করতাম। এতে যানজট পোহাতে হত না। পাশাপাশি ভাড়াও কম সেই সাথো সময়ও বেঁচে যেত। তবে ট্রেন বন্ধ থাকায় এখন বাধ্য হয়েই বাসে করে ঢাকা যেতে হচ্ছে। 

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। জানা যায়, ফতুল্লা, পাগলা, গেন্ডারিয়া এলাকা থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনার কাজে ট্রেন ব্যাবহার করে থাকেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় এখন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

ফতুল্লার দেলপাড়া এলাকার বাসিন্দা তোলারাম কলেজের শিক্ষার্থী তামিম হাসান জানান, ট্রেনে করো আগে অল্প সময়ে কলেজে যাওয়া যেত। ভাড়াও অনেক কম ছিল। এখন সেই একই রাস্তা কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে। পাশাপাশি সড়কে যানজটের কারনে সময়ও নষ্ট হচ্ছে।