শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৫, ১১ জানুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে মেডিপ্লাস মেসিকেল সার্ভিস নামক ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদফতর, নারায়ণগঞ্জ।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) শহরের চাষাঢ়া এলাকায় ভোক্তা অধিকারের মনিটরিংয়ের সময় এই জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ১ বছর থেকে দেড় বছর আগের রিএজেন্ট পাওয়া গেছে তাদের রেফ্রিজারেটরে। এগুলোতে টেস্ট করলে সব রিপোর্ট ভুল আসবে। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট রাখার অপরাধে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা ক্যাব, পরিবেশ অধিদফতরের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম অংশ নেয়।