শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রমজানের দ্বিতীয় জুমায় কবর জিয়ারতে মুসুল্লিদের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৬, ৩১ মার্চ ২০২৩

আপডেট: ২১:০৮, ৩১ মার্চ ২০২৩

রমজানের দ্বিতীয় জুমায় কবর জিয়ারতে মুসুল্লিদের ঢল

কবর জিয়ারতে মুসুল্লিদের ঢল

নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজের পর বিভিন্ন কবরস্থানগুলোতে প্রিয়জন, স্বজন ও প্রয়াতদের কবর জিয়ারতে ধর্মপ্রাণ মুসুল্লিদের ঢল দেখা গেছে।

শুক্রবার (৩১ মার্চ) জুমার নামাজের পর শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান, পাইকপাড়া কবরস্থানসহ বিভিন্ন স্থানে এ ঢল দেখা যায়। এ ছাড়া এদিন রমজানের প্রথম দিন ও প্রথম জুমার দিন হওয়ায় সকাল থেকে বিকেল পর্যন্ত কবরস্থানগুলোতে ছিল কবর জিয়ারতে আসা মানুষের ঢল।

জুমার নামাজের পর মানুষ তাদের পরিবারের প্রয়াতদের জন্য বিশেষ দোয়া ও তাদের জান্নাত লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। এসময় তারা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে স্বজনদের জন্য দোয়া করেন।

কবর জিয়ারতে আসা জামতলা এলাকার ঠিকাদার মেহেদী হাসান নয়ন জানান, আমি দাদীর কবর জিয়ারত করতে এসেছি। শুক্রবার হলেই আমি আসি। এ ছাড়া অন্যান্য ধর্মীয় বিশেষ দিনেও এখানে আসি। আসলে এটাই মানুষের প্রকৃত ঠিকানা। একদিন না একদিন সবাইকেই চলে যেতে হবে। দাদীকে ছাড়া আজ কয়েক বছর ধরে রমজান পালন করছি তাই রমজানে দাদীর জন্য দোয়া করতে এখানে আসি।