বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় দুই মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:২৬, ২২ মার্চ ২০২২

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় দুই মামলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (২১ মার্চ) দুপুরে বন্দর থানায় ও নৌ থানায় লঞ্চ ডুবির ঘটনায় আটজনকে আসামি করে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে দুইটি মামলা করা হয়েছে। 

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আটককৃত মাস্টার ড্রাইভার গ্রিজার ইঞ্জিনিয়ার সহ আটজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে সাত দিনের রিমাণ্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, লঞ্চ ডুবির ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আটককৃত মাস্টার ড্রাইভার গ্রিজার ইঞ্জিনিয়ার সহ আটজনকে আসামি করা হয়েছে।

রোববার (২০ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট অংশে রুপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী লঞ্চ এমভি আশরাফ উদ্দিন ডুবে যায়।

সোমবার ভোরে লঞ্চটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এসময় লঞ্চের ভেতরে কোন মরাদেহ পাওয়া যায়নি। এ ঘটনায় ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ৪ জন নিখোঁজ রয়েছেন।