শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মেজর সিনহা হত্যা, প্রদীপ-লিয়াকত কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০২২

মেজর সিনহা হত্যা, প্রদীপ-লিয়াকত কারাগারে

সংগৃহীত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ মডেল থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও টেকনাফের বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লিয়াকত আলীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে তাদেরকে বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয় বলে জানান জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে কারাগারের ৩২ নম্বর সেলে রাখা হয়েছে।

এর আগে গত ৩১ জানুয়ারি মেজর (অব.) সিনহা হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।