বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়নগঞ্জে লায়ন্স ক্লাবের দিনব্যাপী বিনামুল্যে চক্ষু চিাকৎসা, খাদ্য ও গাছের চারা বিতরন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৫৫, ১৬ অক্টোবর ২০২২

নারায়নগঞ্জে লায়ন্স ক্লাবের দিনব্যাপী বিনামুল্যে চক্ষু চিাকৎসা, খাদ্য ও গাছের চারা বিতরন

লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ

নারায়নগঞ্জে অক্টোবর সেবা মাস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সেবা মুলক অনুষ্ঠানের মাধমে একহাজার অসহায় মানুষের মধ্যে বিনামুল্যে চক্ষু চিাকৎসা,ডায়বেটিস পরীক্ষা,হুইল চেয়ার বিতরন সহ খাদ্য সামগ্রী, গাছের চারা,বৈদ্যূতিক পাখা,সেলাই মেশিন  যৌথ ভাবে  বিতরন সহ চারুকলা ইনিষ্টিউটে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে ৮টি লায়ন্স ক্লাব।

এসকল ক্লাব গুলো হচ্ছে লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ,নারায়নগঞ্জ সিটি, নারায়নগঞ্জ পার্পেল, নারায়নগঞ্জ শীতলক্ষা, নারায়নগঞ্জ ওয়ারিয়র্স, নারায়নগঞ্জ লিবার্টি, নারায়নগঞ্জ নীট কনসার্ন ও নারায়নগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি। 

শনিবার  সকালে স্থানীয় শেখ রাসেল পার্ক এবং পাগলা হাই স্কুলে লায়ন্স জেলা ৩১৫এ-২ এর রিজিওন চেয়ারম্যান সাইদুল্লাহ হ্রদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেবামুলক কার্যক্রমের উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর লায়ন প্রকৌশলী আবদুল ওহাব।এসময় উপস্থিত ছিলেন ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ,প্রাক্তন জেলা গভর্নর লায়ন এডভোকেট শওকত আলী,লায়ন মোহাম্মদ নাসিরউদ্দিন,লায়ন আখতারুজ্জামান,লায়ন আবদুস সালাম, লায়ন এমরান ফারুক মইন রানা,লায়ন এডভোকেট সাদিয়া আফরোজ মুক্তি,লায়ন এডভোকেট নবী হোসেন,লায়ন হায়দার আলী বাবলু প্রমুখ।অনুষ্ঠানে ৬শত চক্ষু রোগির চিকিৎসা প্রদান করে ৮৫জন গরীব রোগিকে বিনা মুল্যে ছানি অপারেশন করে লেঞ্চ বসানো হয়।

এছাড়াও চারশত মানুষের মধ্যে গাছের চারা এবং ২৫০জন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।এর আগে ৮টি লায়ন্স ক্লাবের সদস্যরা শহরে একটি বর্নাঢ্য র‌্যালি বের করে।