ফাইল ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলার বন্দর প্রেসক্লাব এই দোয়া মাহফিলের আয়োজন করেন।
মঙ্গলবার (২ নভেম্বর) বাদ জোহর বন্দর প্রেসক্লাব মিলনায়তনে সদস্যদের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে দোয়া উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মামুন মিয়া, সহ-সভাপতি দ্বীন ইসলাম দিপু, উপদেষ্টা জিএম মাসুদ, মো. কবির হোসেন, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, সবুজ মাহমুদ, অর্থ সম্পাদক লতিফ রানা, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা, আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জিএম সুমন, সিনিয়র সদস্য জিএম মজনু,মামুনুর রহমান প্রমুখ।
এসময় গুরুতর অসুস্থ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাজী মো. নাসির উদ্দীন।

