শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দেশের এক তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২২

দেশের এক তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

প্রতীকী ছবি

জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিপর্যয় দেখা দেওয়ায় দেশের এক তৃতীয়াংশ এলাকা বিদ্যুৎ বিভ্রাটে ছিল। বিশেষ করে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ৪০ মিনিট থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পিজিসিবি মুখপাত্র এবিএম বদরুদ্দোজা সুমন বলেন, মঙ্গলবার সকাল ৯টা ৪ মিনিটে সঞ্চালন লাইন ‘ট্রিপ করলে’ জটিলতা তৈরি হয়। এর ফলে বরিশাল, খুলনা ও রাজশাহী জোন এবং বৃহত্তর ফরিদপুর জেলা বিদ্যুৎহীন হয়ে যায়। আমরা ধাপে ধাপে বিদ্যুৎ ফিরিয়ে এনেছি। পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে।

তিনি জানান, মেরামত শুরু হওয়ার পর ৯টা ৪০ মিনিটে রাজশাহীতে, ১০টা ১০ মিনিটে খুলনায় ও ১০টা ৩০ মিনিটে বরিশালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

ঠিক কোথায় ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে তা খোঁজার চেষ্টা চলছে বলেও জানান পিজিসিবির মুখপাত্র।