শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজার থানার কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৬, ১০ আগস্ট ২০২৪

আড়াইহাজার থানার কার্যক্রম শুরু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী তন্ত কেন্দ্রে আড়াইহাজার থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ইতোমধ্যে থানায় ফিরে দায়িত্ব নিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা।

শনিবার (১০ আগস্ট) থানার কার্যক্রম পুনরায় চালু হয়।

এসময় থানার কার্যক্রম পুনরায় চালু করতে পুলিশকে সহায়তা করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

এসময় ওসি আহসান উল্লাহ জানান, সবার সহযোগিতা চেয়ে বলেন, আমরা নতুন করে ঘুরে দাঁড়াতে চাই। আমরা চাই সকলে আমাদের সহযোগীতা করুক। আমরা যেন দ্রুত সেবা দিতে পারি।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, জামায়াত নেতা মেতাহার হোসেন, মনিরুল ইসলাম, হাদুউল ইসলাম, বিএনপি নেতা আবদুল মতিন ও রাকিব।