
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুই বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী দশবাড়ী গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত সোয়া ২টায় ওই গ্রামের আব্দুল আলীমের বাড়ীতে একদল ডাকাত হানা দেয়। ওই সময় আব্দুল আলীমের ছেলে মাওলানা হাবিবুর রহমানকে কুপিয়ে এক ভরি ওজনের স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুটে নেয় । পরে একই গ্রামের জহিরুলের বাড়ীতে হানা দিয়ে নগদ ২ লাখ টাকা এবং দুই ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয় ডাকাত দল।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।