সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

|

কার্তিক ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পটকা ফুটিয়ে আতঙ্ক, ভাঙচুর 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৭, ২ নভেম্বর ২০২৫

পটকা ফুটিয়ে আতঙ্ক, ভাঙচুর 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায় পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

শনিবার (২ নভেম্বর) দুপুরে সুরুজ্জামানের মিলের উল্টোপাশে ব্যাপারী গলির জালালের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাপারী গলির শাহজালাল নামের এক ব্যক্তির বাড়ির নিচতলায় প্রায় ১০ বছর ধরে ভাড়ায় বিউটি পার্লার চালিয়ে আসছিলেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের আলী আকবরের মেয়ে হাসিনা বেগম। সম্প্রতি বাড়িওয়ালা শাহজালাল দোকান ঘরটি ছেড়ে দিতে বলেন। এতে হাসিনা বেগম দোকানের অগ্রিম টাকা ফেরতের দাবি করলে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

গত শুক্রবার দোকানভাড়া ও অগ্রিম টাকার হিসাব নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে হাসিনার ভাই মিঠু মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়ভাবে বিচার-সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা হলে শাহজালাল ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করেন।

এর জের ধরে শনিবার দুপুরে হাসিনার ভাই মিঠু গলাচিপা এলাকা থেকে ১৫ থেকে ২০ জন লোক নিয়ে এসে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তারা পটকা ও বাজি ফুটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে জালালের বাড়ির দরজা ও জানালার গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় কেউ আহত হননি। ঘটনাস্থল থেকে দুইটি পটকার খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনায় আতঙ্ক সৃষ্টিকারীদের শনাক্তে তদন্ত চলছে। স্থানীয়দের মধ্যে বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে।