বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৩ দোকানীকে অর্থদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:০৪, ৩০ জুন ২০২২

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৩ দোকানীকে অর্থদন্ড

জরিমানা

আড়াইহাজার উপজেলার সদর বাজারে ভ্রাম্যমান আদালত রাস্তার পাশের তিনটি দোকানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার বিকেল ৪টা নাগাদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এ সময় তাঁর সাথে পুলিশ ও আনসার সদস্যরা ছিলেন।

জানাগেছে, সদর বাজারে রাস্তার পাশের কিছু দোকানের কারনে রাস্তায় যানজট সৃষ্টি হয়। প্রথমে ইউনুছ মোল্লার ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর শফিকুলের লোহালক্করের দোকানকে ৫ হাজার টাকা ও রতন পালের মিষ্টির দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন সদর বাজারের রাস্তার দু’পাশের ফুটপাতের দোকানপাট সরিয়ে দেন। তাছাড়া ফুটপাতের দোকানদারদেরকে উচ্ছেদ করা হবে বলেও সতর্ক করেন। সবশেষে বাজারের ঢাকা কাবাব ও নান্না বিরিয়ানী কে স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন করার জন্য নির্দেশ দেন।

ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন জানান, আড়াইহাজার বাজার যানজট মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।