মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পরিমান যৌন উত্তেজক ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৩৯, ২৮ জানুয়ারি ২০২৩

পরিমান যৌন উত্তেজক ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতীকী ছবি

বন্দরে ঢাকা গামী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪৯ হাজার ৯’শ পিছ টাপেনটাডোল ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ আদমজীনগর। গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বিকেল ৪টা ১০ মিনিটে বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলো কুমিল্লা জেলার দেবীদ্ধার থানার শাহাড়পাড়া এলাকার মৃত মোহাম্মদ আব্দুস সামাদ ভূঁইয়ার ছেলে মোহাম্মদ শাহজাহান ভূইয়া (৩৭) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ফুকরা মিয়ার ছেলে মোঃ আল আমিন (২৭)। নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধারের ঘটনায় র‌্যাব-১১ আদমহীনগরের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৮(১)২৩। গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারিকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

মামলার তথ্য সূত্রে জানা গেছে, র‌্যাব- ১১ আদমজী নগরের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ও তার সঙ্গীয় র্ফোস বন্দরে টহল ডিউটি করার সময়ে গোপন সংবাদের মাধ্যমে খবর পায় কুমিল্লা থেকে ঢাকা গামী ঢাকা মেট্রো গ ২৯-৯৯৯২ নাম্বারের একটি প্রাইভেটকার যোগে বিপুল পরিমান নেশা ও যৌন উত্তেজক ট্যাবলেটের একটি চালান নিয়ে বিক্রির উদ্দেশ্যে ঢাকা দিকে রওনা হচ্ছে। পরে  র‌্যাব-১১ বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের মাদকের চালানের  বিষয়টি অবগত করে  ওই দিন বিকেলে বন্দর থানার মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে ঢাকা গামী প্রাইভেটকার তল্লাশী শুরু করে। ওই সময় কুমিল্লা থেকে আসা ঢাকা গামী ঢাকা মেট্রো গ ২৯-৯৯৯২ নাম্বার একটি প্রাইভেটকার র‌্যাব-১১ উপস্থিতি টের পেয়ে চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টা করলে ওই সময় র‌্যাব-১১ উক্ত গাড়ীটি আটক করে তল্লাশী শুরু করে। পরে গাড়ী তল্লাশীর এক পর্যায়ে বিপুল পরিমান ণেমা জাতীয় যৌন উত্তেজন ট্যাবলেটসহ শাহজাহান ভূইয়া (৩৭) ও আল আমিন (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।