রোববার, ২০ জুলাই ২০২৫

|

শ্রাবণ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাঞ্চনে তিনশ ফিট রোডে রোলস রয়েলস দুর্ঘটনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৯, ২০ জুলাই ২০২৫

কাঞ্চনে তিনশ ফিট রোডে রোলস রয়েলস দুর্ঘটনা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন কাঞ্চন এলাকায় তিনশ ফিট রোডে রোলস রয়েলস গাড়ি দুর্ঘটনায় মাসকো শিল্প গ্রুপের মালিকের ছেলে নাম আরিফ বিল্লাহ (৪২) গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থা তাকে পুলিশ এভার কেয়ার হসপিটালে ভর্তি করিয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকাল ৪ টার দিকে তিনশ ফিট রোডের সম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম বলেন, রোলস রয়েলস গাড়িটির মালিক আহত আরিফ বিল্লাহর বাবা এম এ সবুর। বিকাল ৪ টার দিকে ওই গাড়িতে তার দুই ছেলে ও দুই বন্ধুসহ ঢাকায় যাচ্ছিলেন। গাড়িটি আরিফ বিল্লাহ চালাচ্ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়িটি সম মার্কেটের সামনে তিনশ ফিট রোডে নিয়ন্ত্রন হারিয়ে মাঝের সড়কদ্বীপে আঘাত করে রাস্তায় ছিটকে পড়ে। আরিফ বিল্লাহ ছাড়া আর কেউ এ ঘটনায় আহত হননি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ গাড়িটি উদ্ধার করে রূপগঞ্জ থানায় নিয়েছে।