শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মেঘনায় নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৯, ১৪ নভেম্বর ২০২৫

মেঘনায় নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ রানা ও শুভ নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ২ ঘটিকার সময় মেঘনা নদীর তলদেশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রনি সরদার (৩৪) বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে ও নিহত শুভ (১৯) একই এলাকার স্বপন মৃধার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ট্রলারটি ডুবে গিয়ে ট্রলারে থাকা দুই যুবক রানা ও শুভ মেঘনা নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস ডুবুরি দল দুই ঘন্টা যাবত তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে সন্ধান পায়নি। শুক্রবার পুনরায় সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ যৌথভাবে প্রায় তিন ঘন্টা খোজাখুজির পর নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে যায়।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, ট্রলারটি মাঝ নদীতে গিয়ে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা দুই যুবক নিখোঁজ হওয়ার পর শুক্রবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মেঘনা নদীতে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন রকম অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দু'টি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।