মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জ থানায় নয়া ওসি আব্দুল বারিক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১২, ৯ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জ থানায় নয়া ওসি আব্দুল বারিক

ফাইল ছবি

সিদ্ধিরগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আব্দুল বারিক। সদ্য বদলীকৃত ওসি মোহাম্মদ শাহীনুর আলমের স্থলাভিষিক্ত হয়ে সোমবার (৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পরপরই নবাগত ওসি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন। তিনি সবাইকে পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের নির্দেশনা দেন।

এর আগে তিনি গাজীপুর জেলার কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। 

দায়িত্ব গ্রহণের পর ওসি আব্দুল বারিক বলেন,  সিদ্ধিরগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নির্মূল, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।