বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ’, হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:০১, ২৯ অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ’, হাসপাতালে ভর্তি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানা শ্রমিক এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে উপজেলার নলপাথর এলাকায় ওই কিশোরী ধর্ষণের শিকার হন বলে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন জানান৷

১৬ বছর বয়সী এই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় একটি সাবান তৈরির কারখানায় চাকরি করেন৷

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, এ ঘটনায় ওই কিশোরীর মা একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় চারজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা৷

ওই কিশোরীর মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছোট মেয়ে স্থানীয় একটি সাবান তৈরির কারখানায় চাকরি করেন৷ কর্মস্থলে যাওয়া-আসার পথে হৃদয় ওরফে সাব্বির (২১) নামে এক তরুণ তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিত৷ মাসখানেক যাবৎ তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷

“শুক্রবার দুপুরে আমার মেয়েকে সাব্বির তার বাবা-মায়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়৷ পরে রূপগঞ্জের নলপাথর এলাকার একটি নির্জন স্থানে শনক্ষেতে নিয়ে সাব্বিরসহ তার চারজন সহযোগী মিলে আমার মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে৷”

কিশোরীর ভগ্নিপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা মেডিকেলে আছি; কিন্তু কীভাবে কী করব বুঝতে পারতাছি না৷ পুলিশের কাগজপত্র ছাড়া ডাক্তার কিছু করতেছে না৷ এদিকে মামলার কাগজপত্রও রেডি হইতেছে না৷ ছোটবোনটার অবস্থাও ভালো না৷”

তিনি জানান, এক ছেলের সাথে পরিচয় ছিল ওর৷ ওই ছেলে তার বাবা-মায়ের সাথে দেখা করার কথা বলে ডেকে নেয়৷ ওই একজন ছাড়া আর কাউকে চেনেন না৷

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ৷ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি৷”

এই বিষয়ে জানতে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কলটি রিসিভ করেননি৷

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ওই কিশোরীকে রূপগঞ্জের তারাব পৌর এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ তাকে পাঁচজন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন কিশোরী৷