জাতীয় মৎস সপ্তাহ-২০২৪
'ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ"প্রতিপাদ্য কে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় মৎস সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকায় রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের উদ্যোগে এ মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সিমন সরকার, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রিয়া, রূপগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা আলমগীর হোসেন সহ অনেকে।