সোমবার, ২১ জুলাই ২০২৫

|

শ্রাবণ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের ডিএনডি লেকপাড়ে ৮ শতাধিক বৃক্ষরোপণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১২, ২০ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের ডিএনডি লেকপাড়ে ৮ শতাধিক বৃক্ষরোপণ

“গ্রিন অ্যান্ড ক্লিন” কর্মসূচির অংশ হিসেবে ডিএনডি লেকপাড়ে ৮ শতাধিক চারা রোপণ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের “গ্রিন অ্যান্ড ক্লিন” কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকপাড়ে ৮ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্ট ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাসফাকুর রহমানসহ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ও টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে এ পর্যন্ত এক লাখেরও বেশি গাছ লাগানো হয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটি টেকসই ও পরিবেশবান্ধব শহর হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে গাছ লাগিয়েছি—যেমন হাসপাতালগুলোতে নারিকেল গাছ, খালের পাড়ে তালগাছ এবং পর্যটন এলাকাগুলোতে কৃষ্ণচূড়াসহ দৃষ্টিনন্দন বিভিন্ন গাছ। সবুজায়ন ও পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের সাড়ে ৪ কিলোমিটার পাড় জুড়ে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৮ শতাধিক বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এ উদ্যোগের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই,—বলেন জেলা প্রশাসক।