
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাজিদুল (৩৩) নামের এক যুবক গত ১০ মাস ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পিতা আজিজুল হক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ মাজিদুল সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে প্রায় ১০ মাস আগে মাজিদুল বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
মাজিদুলের পিতা আজিজুল হক জানান, “১০ মাস পেরিয়ে গেলেও এখনো আমার ছেলের কোনো খোঁজ পাইনি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোনো ধরনের সহায়তা পাচ্ছি না। আমি সবার কাছে সহযোগিতা চাই।”
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, “নিখোঁজের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি এবং অনুসন্ধান চলছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবককে খুঁজে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।