শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিতর্কিত সেই লায়ন বাবুলের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০০:২৭, ৩০ জানুয়ারি ২০২৩

বিতর্কিত সেই লায়ন বাবুলের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

সোনারগাঁয়ে একটি ফুটবল খেলার অনুষ্ঠানে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করায় বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুলের বিরুদ্ধে মানহানীর মামলার আবেদন গ্রহণ করে তা তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসিকে নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত।

২৯ জানুয়ারি সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ২৬ জানুয়ারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে মামলার আবেদন করেছিলেন বারদী ইউনিয়নের মছলুন্দপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আওয়ামী লীগ নেতা সানাউল্লা (৪৭)।

এ বিষয়ে মামলার বাদী সানাউল্লা বলেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল স্বাধীনতার ইতিহাস নিয়ে একটি খেলার অনুষ্ঠানে বিকৃত বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যে মাঠে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ও উপস্থিত স্বাধানতা জনতা বিক্ষোভে ফেটে পড়ে। তার এমন বিকৃত বক্ত্যব্যে মানহানী হয়েছে। এজন্য লায়ন মাহবুবুর রহমান বাবুলের বিরুদ্ধে মানহানীর মামলার আবেদন করেছিলাম। আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মাহবুর রহমান মো. বাবুল মছলন্দপুর ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করে বক্তব্য দেন। তিনি বলেন, ত্রিশ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এর আগেও তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বহিস্কার হন। এর রেষ কাটতে না কাটতেই টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে গিয়ে মোনাজাত পরিচালনা করে বঙ্গবন্ধুর খুনিদের জান্নাত কামনা করে আবারও সমালোচিত হন এ ইউপি চেয়ারম্যান।