
নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল
নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল বলেছেন, বিএনপি নেতাকর্মীরা বনে-জঙ্গলে থেকেছে। তারা রিকশা চালিয়েছে। আমি বিএনপির একজন কর্মী। ১৯৮৭ সালের সেই ফরমটা আমার কাছে রয়েছে। আমি সেই ফরম আজকে নবায়ন করতে এসেছি।
রোববার (২০ জুলাই) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, জিয়াউর রহমানকে হত্যার পরে বিচারপতি সাত্তারকে সরিয়ে ক্ষমতা হাতিয়ে নেন এরশাদ। এরশাদের পুরো শাসনামলে বেগম খালেদা জিয়া কোনদিন আপোষ করেননি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা রাজনীতিবিদ হলে মোকাবিলা করতেন। তিনি পালালেন কেন। এদেশের মানুষের কথা চিন্তা করলে তিনি আদালতে যেতেন, বিচারের মুখোমুখি হতেন। তিনি গেলেও তার বাড়ির চাকর-বাকররা সহ পালিয়ে গেছে।
তিনি বলেন, ভাল মানুষের কমিটি হবে। বিএনপিতে যেন বিভেদ সৃষ্টি না হয়। আমরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের কথা বলি। তাহলে আমাদের মাঝে বিভক্তি থাকবে কেন। আমাদের সবার নেতাই তারেক রহমান।
কতবড় অমানুষ হলে পরিত্যাক্ত কারাগারে একমাত্র বন্দী হিসেবে বেগম খালেদা জিয়াকে রেখেছিল। এটা থেকেই বোঝা যায় শেখ হাসিনা কতটা হিংসার সাথে এ রাষ্ট্র পরিচালনা করেছিল। আদালত তাকে বিকৃত মস্তিষ্কের মহিলা বলেছে। এর প্রমান পাওয়া যায় জুলাই আগষ্ট আন্দোলনে।