সোমবার, ২১ জুলাই ২০২৫

|

শ্রাবণ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে জেলা কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৫, ২০ জুলাই ২০২৫

রূপগঞ্জে জেলা কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিক্ষোভ মিছিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা কৃষকদল। শনিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার গোলাকান্দাইল গোলচত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা কৃষকদলের সভাপতি শাহ আলম বেপারী। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহীন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব আলম মিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব ওবায়দুর রহমান, ফতুল্লা থানা কৃষকদলের জুয়েল আরমান, তারাবো পৌর কৃষকদলের সভাপতি বেলায়েত মিয়া, কাঞ্চন পৌর কৃষকদলের সভাপতি রফিক মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্যে ডা. শাহীন বলেন, “যারা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করছে, তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। তারেক রহমান তরুণদের স্বপ্ন, গণতন্ত্রের প্রতীক। তাকে নিয়ে অপপ্রচার ও কটুক্তি করলে রাজপথেই তার জবাব দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বিগত ১৭ বছর আমরা হামলা-মামলার শিকার হয়েছি। তবু রাজপথ ছাড়িনি। শহীদ জিয়ার অবদান ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করে কোনো লাভ হবে না। গণতন্ত্রের জন্য রূপগঞ্জ কৃষকদল রাজপথে ছিল, আছে এবং থাকবে।”

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা একটি সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন।