
প্রতীকী ছবি
সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দায়ের হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন রুহুল আমিন ও স্বপন।
গ্রেফতার রুহুল আমিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির ভাগিনা। তিনি গোদনাইল এলাকার মৃত একেএম আতাউর রহমানের ছেলে। অন্যদিকে স্বপন আদমজী শিমুলপাড়া বিহারী ক্যাম্প সংলগ্ন বালুর মাঠ এলাকার মৃত মুকবুলের ছেলে।