
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই (রবিবার) বিকেলে নয়াপুর বাজারে এই কর্মসূচির আয়োজন করে সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
সভায় সভাপতিত্ব করেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াসউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন বলেন,“বিএনপি দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারবে না। তারেক রহমানের বিরুদ্ধে যেসব মিথ্যাচার ও অপপ্রচার চলছে, তা দেশের গণতন্ত্রবিরোধী চক্রান্তের অংশ। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”
তিনি আরও বলেন,“ভবিষ্যতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। কোনো ষড়যন্ত্র বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না। সোনারগাঁয়ের মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। বিএনপিকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম স্বপন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দীন, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিজুল মোল্লা, যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম কিরন, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল প্রধান, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভা শেষে নেতারা বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।