মাসুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, হেফাজতের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবিড় সম্পর্ক রয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সবসময় আমরা তাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি।
শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজমতে সাহাবা সম্মেলনে অংশ নিয়ে বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, যারা গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা বক্তব্য দিচ্ছে জাতিকে বিভ্রান্ত করতে। বিশেষ করে ইসলামকে নিয়ে তারা কথা বলছে। হেফাজতের আলেমদের কাছে আহ্বান মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরলে এই মোনাফেকরা সফল হতে পারবে না।

