সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

|

কার্তিক ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে যুবদলের র‌্যালীতে খালেদা জিয়া সেজেছেন শিশু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪০, ২ নভেম্বর ২০২৫

রূপগঞ্জে যুবদলের র‌্যালীতে খালেদা জিয়া সেজেছেন শিশু

প্রতীকী খালেদা জিয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে উপজেলা যুবদল। র‌্যালিতে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল এক শিশুর খালেদা জিয়া সেজে অংশগ্রহণ, যিনি প্রতীকী খালেদা জিয়া হিসেবে নেতৃত্ব দেন র‍্যালীতে।

রোববার (২ নভেম্বর) সকালে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় এই র‌্যালি অনুষ্ঠিত হয়। 

র‌্যালির শুরুতেই হুড খোলা গাড়িতে শিশু খালেদা জিয়াকে দেখা যায় নেতৃত্বে দিতে। তার পাশে এসএসএফ সদস্যদের পোশাকে আরও কয়েকজন তরুণ দাঁড়িয়ে ছিলেন বেগম জিয়ার নিরাপত্তা টিমের আদলে।

র‌্যালিতে যুবদল নেতাকর্মীরা দলে দলে যোগ দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীকে উৎসবে পরিণত করেন। প্রতীকী খালেদা জিয়াকে ঘিরে উৎসাহের ঢেউ ওঠে সাধারণ মানুষ ও স্থানীয়দের মধ্যে। অনেকে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।

উপজেলা যুবদল নেতারা জানান, এই প্রতীকী আয়োজনের মাধ্যমে তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন।