সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

|

কার্তিক ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১০ হাজার নেতাকর্মী নিয়ে দিপু ভূঁইয়ার শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৮, ২ নভেম্বর ২০২৫

১০ হাজার নেতাকর্মী নিয়ে দিপু ভূঁইয়ার শোভাযাত্রা

ফাইল ছবি

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সমর্থকরা ভুলতায় শোভাযাত্রা বের করেছেন। এতে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আজ রবিবার (২ নভেম্বর) দুপুরে ভুলতা আল্লাহর দান আড়ত থেকে শোভাযাত্রাটি বের হয়। সকাল ১১টা থেকে রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে আল্লাহর দান আড়তের মাঠে জড়ো হতে থাকেন।

এ সময় নেতাকর্মীদের হাতে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও দিপু ভূঁইয়ার প্ল্যাকার্ড শোভা পায়। কেউ কেউ হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গোলাকান্দাইল এলাকার দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, তারাব পৌর যুবদলের আহবায়ক আফজাল কবির, ইমাম হোসেন বাবুল, কায়েতপাড়া যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মামুন মিয়া, আক্তার হোসেন, তারেক মিয়া, মোবারক হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহম্মেদ নুরু, সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াসিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন প্রমুখ।