মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন : মোহাম্মদ আলী 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫০, ২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন : মোহাম্মদ আলী 

দোয়া ও মিলাদ মাহফিল

নারায়ণগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নারায়ানগঞ্জ -৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আলীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার পঞ্চবটী এলাকায় অবস্থিত মোহাম্মদ আলীর বাসভবন এবি ভেজিটেবল ভবনের দ্ধিতীয় তলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন এলাকার বরেণ্য আলেমগণ।

এসময় মোহাম্মদ আলী বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। তার সুস্থতা আজ দেশের কোটি মানুষের প্রার্থনা। আমাদের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজ সর্ব স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় মুক্তিযোদ্ধা, স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনীর পেশাজীবীরা উপস্থিত ছিলেন।