মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিক্ষকদের সাথে মতবিনিময়ে জামায়াত প্রার্থী আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৯, ২ ডিসেম্বর ২০২৫

শিক্ষকদের সাথে মতবিনিময়ে জামায়াত প্রার্থী আবদুল জব্বার

মতবিনিময় সভা

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার ফতুল্লা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন। ৭৭ নং রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রওজাতুস সালিহীন ফাজিল ডিগ্রি মাদরাসা, কুতুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কমর আলী উচ্চ বিদ্যালয় সহ একাধিক প্রতিষ্ঠানে এই সভা অনুষ্ঠিত হয়।

​মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে শিক্ষকদের সাথে মতবিনিময়কালে মাওলানা আবদুল জব্বার শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান দুর্নীতি ও ঘুষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি ঘুষ চালু আছে, তা অনভিপ্রেত।"

​ইসলামী ছাত্রশিবির সম্পর্কে প্রচলিত একটি অভিযোগের জবাবে তিনি এর ভিত্তিহীনতা তুলে ধরেন। তিনি বলেন, "সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যাবেনা। অনেকে বলেন শিবির রগ কাটে, কিন্তু এই কথার কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই।"

​মাদক সমস্যার তীব্রতা তুলে ধরে তিনি শিক্ষকদের প্রশংসা করেন। তিনি বলেন, "মাদক অনেক জায়গায় সয়লাব। আপনারা এই জায়গায় মোরালিটি (নৈতিকতা) নিয়ে কাজ করছেন।"এক্ষেত্রে শিক্ষকদের আরও একটিভ সহকারে কাজ করার আহবান জানান তিনি। 

​অতীতের নির্বাচনী অনিয়মের কথা উল্লেখ করে তিনি শিক্ষকদের সৎভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, "ভয়, ভীতি, টাকা দিয়ে অতীতে ভোট কেনা হয়েছে। আপনারা সর্বোচ্চ চেষ্টা করে সৎভাবে, ন্যায়ভিত্তিক ভাবে ভোটের কাজ করবেন।"

​ফতুল্লার স্থানীয় সমস্যাগুলোর কথা উল্লেখ করে মাওলানা আবদুল জব্বার বলেন, তাঁর এলাকায় মাদক, রাস্তাঘাটের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ ও বেকার সমস্যা প্রকট। মাদরাসার ছাত্রদের নৈতিকতার বিষয়ে তিনি গুরুত্বারোপ করে বলেন, " মাদরাসার ছাত্ররা যেন আল্লাহর ভয় তৈরি করতে পারে, সেই দিকে খেয়াল রাখবেন।

​মতবিনিময় সভায় রামারবাগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরীন সুলতানা বিগত দিনের বিভিন্ন চাপের কথা তুলে ধরেন। তিনি বলেন, "আমাদের বিগত দিনে অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। মাথার উপরে ছবি সহ বিভিন্ন জায়গায় মূর্তি দৃশ্যমান ছিল।"

​এছাড়াও রওজাতুস সালিহীন ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আব্দুস শুকুর আলী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন এবং এলাকার শিক্ষা, সমাজ ও নৈতিকতা নিয়ে আলোচনায় অংশ নেন।

​মাওলানা আবদুল জব্বার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময়ের মাধ্যমে তার নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৪ এ একটি নৈতিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন, ফতুল্লা থানা সেক্রেটারি হাফেজ এনামুল হক প্রমূখ।