ফাইল ছবি
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে প্রায় ২০ বছর পূর্বে নাসিক কর্তৃক মুসুল্লিদের জন্য নির্মিত ছাউনিটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে ব্যবহারের অযোগ্য ছিল। নিয়মিত জানাজায় অংশ নিতে আসা মুসুল্লিদের ভোগান্তি বেড়ে যাওয়ায় বিষয়টি টিম খোরশেদ এর নজরে এলে তারা ব্যক্তিগত উদ্যোগে সংস্কারের সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ছাউনি উন্মুক্ত করা হলে স্থানীয় মুসুল্লিরা স্বস্তি প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিন পর কবরস্থানে জানাজার জন্য একটি ভালো ছাউনি ফিরে পেলেন তারা, যা জনস্বার্থে অত্যন্ত প্রয়োজনীয় ছিল।
টিম খোরশেদের সার্বিক তত্ত্বাবধানে এবং মুসুল্লি কাওসার ও মিলনের সহায়তায় নিজস্ব অর্থায়নে লক্ষাধিক টাকা ব্যয়ে পুরোনো ছাউনিটির সম্পূর্ণ সংস্কার কাজ সম্পন্ন করা হয়। পুরোনো টিন, বাঁশ ও মরিচাপড়া কাঠ অপসারণ করে নতুন কাঠামো, মজবুত ছাউনি ও প্রয়োজনীয় অংশ পুনর্গঠন করা হয়েছে। সংস্কারের ফলে জানাজায় অংশ নিতে আসা মুসুল্লিদের জন্য জায়গাটি আবারও ব্যবহার উপযোগী হয়ে উঠেছে।

