মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লটারিতে নারায়ণগঞ্জের সাত থানায় নতুন ওসির প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৪, ২ ডিসেম্বর ২০২৫

লটারিতে নারায়ণগঞ্জের সাত থানায় নতুন ওসির প্রস্তাব

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৫২৭টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদের লটারির মাধ্যমে পদায়নের প্রস্তাব করা হয়েছে। নির্বাচনের তফশিল ঘোষণার আগেই এই প্রস্তাবনায় নারায়ণগঞ্জ জেলার সাত থানাও অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর উদ্যোগে ওসিদের লটারির মাধ্যমে বদলি ও নতুন প্রস্তাব চূড়ান্ত করা হয়।

লটারিতে নারায়ণগঞ্জের বর্তমান ওসিদের অন্য জেলায় পাঠানোর সিদ্ধান্ত হয়। এর মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদকে গাজীপুরের শ্রীপুর মডেল থানায়, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলমকে গাজীপুরের কাপাসিয়া থানায়, রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএমকে জয়দেবপুরে, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিনকে কালিয়াকৈর থানায় এবং বন্দর থানার ওসি লিয়াকত আলীকে কিশোরগঞ্জের মিঠামইন থানায় বদলির প্রস্তাব করা হয়েছে।

একইসঙ্গে নারায়ণগঞ্জের সাত থানায় নতুন করে যে কর্মকর্তাদের ওসি হিসেবে প্রস্তাব করা হয়েছে তারা হলেন: বন্দর থানায় গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, রূপগঞ্জ থানায় মোহাম্মদ সাবজেল হোসেন, সোনারগাঁও থানায় মোহাম্মদ মহিববুল্লাহ, ফতুল্লা মডেল থানায় মোহাম্মদ আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরমান আলী, সিদ্ধিরগঞ্জ থানায় মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম এবং আড়াইহাজার থানায় মোহাম্মদ আলাউদ্দিন।

দেশের আইনশৃঙ্খলা বাহিনীতে প্রথমবারের মতো এমন বড় পরিসরে লটারিভিত্তিক পদায়নকে প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ থাকায় চূড়ান্ত নিয়োগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনার পর কার্যকর হবে বলে জানা গেছে।