শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ওপেন হাউজ ডে সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:২১, ২৫ জুন ২০২২

বন্দরে ওপেন হাউজ ডে সভা

ওপেন হাউজ ডে

প্রতি মাসের ন্যায় বন্দর থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন শুক্রবার বিকেল ৪টায় থানা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। 

বন্দর থানা পুলিশ পরিদর্শক মহসিন এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। আমাদের এ ব্যাধি থেকে বের হয়ে আসতে হবে। মাদক থেকে রেহাই পেতে হলে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তোলতে হবে। ওসি দীপক চন্দ্র সাহা আরো বলেন, মাদক সেবীরা মাদকের টাকা যোগান দিতে বিভিন্ন অপরাধে লিপ্ত হচ্ছে। এখন থেকে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দলন গড়ে না তোললে  সমাজে চুরি ছিনতাইয়ের ঘটনা অণেকাংশ বেরে যাবে। আসুন আমরা সবাই মিলে বন্দরকে মাদক মুক্ত করি। 

বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম পাটুয়ারী সঞ্চালনায় ওপেন হাউজ ডে সভায় বক্তব্য রাখেন ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার, মহানগর যুব মহিলালীগের আহবায়ক নূরুন নাহার সন্ধ্যা, যুব মহিলালীগের ্ের সিমা সুলতানা সিমলা, জাতীয় যুব সংহতি নেতা আশরাফুল ইসললাম রোমান, রুপালী আবাসিক এলাকার সমাজ সেবক মানিক শেখসহ স্থানীয এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।