শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ট্রান্সফরমা  যন্ত্রাংশ চুরি ঘটনায় গ্রেপ্তার-৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:০৭, ২৪ জানুয়ারি ২০২৩

বন্দরে ট্রান্সফরমা  যন্ত্রাংশ চুরি ঘটনায় গ্রেপ্তার-৪

প্রতীকী ছবি

বন্দরে পল্লী বিদুৎতের ট্রান্সফরমাসহ আনুসাঙ্গিক যন্ত্রাংশ চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা রাকিব (২০) ও তুহিন (২০) নামে ২ চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। ওই সময় চোরের দল এলাকাবাসী উপস্থিতি টের পেয়ে চোরের দলের সদস্য তাজুল, আসলাম, রনি ও আরিফসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন চোর কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।   সোমবার (২৩ জানুয়ারী) ভোরে সাড়ে ৫টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ী এলাকা থেকে ওই দুই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা। ওই সময় পুলিশ আটককৃত দুই চোরের কাছ থেকে ৩০ হাজার টাকা মূল্যের ১টি ট্রান্সফরমার খালি ট্যাংক, ১ কেঁজী তামার তার, সার্ভিস তার ৫’শ গ্রাম ও ১টি হ্যাংগার জব্দ করে।  সে সাথে পুলিশ চুরি ঘটনার ওই রাতে নবীগঞ্জ এলাকা থেকে চুরি ঘটনার সন্নিগ্ধ আসামী হিসেবে ইমন (২০) ও সিফাত (১৯) নামে আরো ২ যুবককে আটক করেছে।  জনতা কর্তৃক আটককৃত চোর রাকিব বন্দর থানার লক্ষনখোলা কড়ইতলা এলাকার জনৈক রাজন মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার মৃত হবিজুল্লাহ মিয়ার ছেলে ও অপরধৃত তুহিন বন্দর উপজেলার বনঘন তালতলা এলাকার সেলিম মিয়ার ছেলে। পুলিশ কর্তৃক আটককৃত ইমন বন্দর আমিন আবাসিক এলাকার সাখাওয়াত হোসেন মিয়ার ছেলে ও অপর আটককৃত সিফাত বন্দর বাবুপাড়া এলাকার নুর ইসলাম মিয়ার ছেলে।  

এ ব্যাপারে পল্লী বিদুৎত সমিতি এ.জি.এম. (ওএন্ডএম) মোঃ আব্দুল মজিদ  বাদী হয়ে আটককৃত চোর রাকিব ও তুহিনসহ ৬ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৪/৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৩২(১)২৩ ধারা- ৩৭৯/৩৪/ ৪১১ পেনাল কোড ১৮৬০। পুলিশ আটককৃতদের সোমবার দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত রোবার (২২ জানুয়ারী) ভোর সাড়ে ৫টায় বন্দর থানার লক্ষনখোলা কড়ইতলা এলাকার জনৈক রাজন মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার মৃত হবিজুল্লাহ মিয়ার ছেলে রাকিব ও তালতলা বনঘন এলাকার সেলিম মিয়ার ছেলে রাকিবসহ ৮/১০ জনের একটি চোরের দল বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনার বাড়ী এলাকা থেকে পল্লী বিদুৎতের ট্রান্সফরমার ট্যাংকসহ উল্লেখিত যন্ত্রাংশ চুরি করে ৫৫ হাজার টাকা ক্ষতি সাধন করে পালিয়ে যায়।