মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রমজানে ক্ষমা লাভের ৩ সুযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১২, ১৫ এপ্রিল ২০২২

রমজানে ক্ষমা লাভের ৩ সুযোগ

প্রতীকী ছবি

রমজান ক্ষমা, করুণা ও মাগফিরাতের মাস। জীবনের গুনাহগুলো মাফ করানোর মাস। যে ব্যক্তি এই মাসে নিজের গুনাহ মাফ করাতে না পারে, তার মতো বড় অভাগা আর কেউ হতে পারে না বলে হাদিসে এসেছে। কেননা এই মাসে গোনাহ মাফ করানোর জন্য যে সুবর্ণ সুযোগ রয়েছে, তা অন্য মাসে নেই।

এই মাসে নিজেকে পবিত্র করার তিনটি সুবর্ণ সুযোগ রয়েছে। প্রথমটা মিস করলে দ্বিতীয়টা কাজে লাগানো যাবে। দ্বিতীয়টা মিস করলে তৃতীয়টা কাজে লাগানো যাবে। আর যে তৃতীয়টা মিস করবে, সে হলো কপালপোড়া! কেননা এই মাস ফের পাবে তার কোনো নিশ্চয়তা নেই। 

গত রমজানে আমাদের সঙ্গে বসে অনেকে ইফতার করেছেন, অথচ এই রমজানে তাদের কেউ কেউ শুয়ে আছেন অন্ধকার কবরে। গত রমজানে এক কাতারে নামাজ পড়েছিল অথচ এই রমজানে নেই। হয়ত আপনিও আগামী রমজানে নাই হয়ে যেতে পারেন। তাই এই রমজানকে কাজে লাগান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমার দিকে ছুটে যাও।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৩৩)

তওবার মাধ্যমে ক্ষমা পাওয়া যায়। তওবা ছাড়া আরও তিনটা সুবর্ণ সুযোগ রমজান মাসে আল্লাহতায়ালা দিয়েছেন! সেই তিনটি বিশেষ সুযোগ হলো-

এক. রোজা রেখে গুনাহ মাফ করানো

রমজানে রোজাপালন করে নিজের গোনাহগুলো মাফ করিয়ে নেওয়া। তবে শর্ত হলো, সেই রোজা লোকদেখানো না হতে হবে এবং ঈমানের সঙ্গে পুণ্যের আশায় রোজাপালন করতে হবে। হাদিসে আছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি ঈমানসহ পূণ্যের আশায় রমজানের রোজা পালন করে, তার পূর্বের গোনাহ ক্ষমা করে দেওয়া হয়।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৮)

দুই. রমজানের রাতে ইবাদতে গুনাহ মাফ

ধরুন, আপনি ঠিকমতো রোজা রাখতে পারেননি অনিচ্ছায়। অথবা কোনো সমস্যা যেমন অসুস্থতা, হায়েজ, নেফাস ইত্যাদির কারণে রোজা রাখতে পারেননি, আপনার রয়েছে আরেকটি সুযোগ। সেটা কী? সেটা হলো, রমজানে রাতেরবেলা নামাজ পড়া। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমানসহ পূণ্যের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের গোনাহ ক্ষমা করে দেওয়া হয়।’ (বুখারি, হাদিস : ৩৭)

তিন. লাইলাতুল কদরে গুনাহ মার্জনা

ধরুন, আপনি ওজরের কারণে ঠিকমতো রোজা রাখতে পারলেন না। অসুস্থতার জন্য রাত জেগে ইবাদত-বন্দেগিও করতে পারেননি, আপনার জন্য রয়েছে আরও একটি সুযোগ। সেটা কী? সেটা হলো- লাইলাতুল কদর! বরকতময় রাতের মধ্যে অন্যতম হলো- লাইলাতুল কদর।

হাদিসে আছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে, সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার পূর্ববর্তী গোনাহসমূহ মাফ করে দেওয়া হয়। (বুখারি, হাদিস : ২০১৪)

এখন যদি এই সুযোগটিও হারান, তাহলে ধরে নেন আপনি একজন হতভাগা, কপালপোড়া! এত এত সুযোগ থাকা সত্ত্বেও আপনি অবহেলায় এড়িয়ে গেলেন। আপনি ওই দলের মধ্যে শামিল হলেন, যে দলের ওপর আল্লাহর রাসুল (সা.)-এর অভিশাপ।

হাদিসে ইরশাদ হয়েছে, তিন প্রকার মানুষের ওপর আল্লাহর রাসুল (সা.)-এর অভিশাপ। তন্মধ্যে একপ্রকার হলো- যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গোনাহ ক্ষমা করাতে পারেনি। (মুসনাদে আহমাদ, হাদিস : ৭৪৫১)