বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদায়ী বছরে ২৩ ধর্ষণ

প্রকাশিত: ০২:৩২, ৩ জানুয়ারি ২০২১

আপডেট: ০৬:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদায়ী বছরে ২৩ ধর্ষণ

অন্যরকম এক অভিজ্ঞতা নিয়ে শেষ হয়েছে ২০২০ সাল। বেদনাসিক্ত হৃদয়ে অজানা এক ভাইরাসে গ্রাস করে দিচ্ছে সবাইকে, কেড়ে নিচ্ছে কারো না কারো জীবন। কিন্তু অভিশপ্ত এই মহামারীর মধ্যেও থেমে ছিল না ধর্ষণের ঘটনা। বছরব্যাপী ধর্ষণের খবর ছিল পত্রিকার হেডলাইন। গত বছরের তুলনায় এই বছরে ধর্ষণের ঘটনা দ্বিগুন ছিল। ধর্ষকের বিচার দাবিতে অনেক আন্দোলন সংগঠিত হলেও পুরো দেশজুড়ে হরহামেশা ধর্ষণের ঘটনা ঘটে। পিছিয়ে ছিলও না বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জও।

সিদ্ধিরগঞ্জ থানার তথ্যানুযায়ী, ২০২০ সালে মোট ২৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে সিদ্ধিরগঞ্জে। ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে আরো ৫টি। ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনায় সিদ্ধিরগঞ্জে বেড়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। ধর্ষণ ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।

ধর্ষণ মামলার আসামীর তালিকায় দিনমজুরের নাম থেকে শুরু করে গার্মেন্টসকর্মী, রাজনীতিবিদের নাম রয়েছে। এই তালিকা থেকে বাদ যায়নি পুলিশ সদস্যও। ধর্ষণ মামলার আসামীদের অনেককেই পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে আবার অনেকে পালিয়ে রয়েছেন। ধর্ষণ মামলা ও গ্রেফতারের পরও ধর্ষণ বা ধর্ষণ চেষ্টা কমছে না। ধর্ষণ কমাতে সচেতনতা বাড়াতে হবে বলে বিশেষজ্ঞদের অভিমত।

১৯ নভেম্বর সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ায় এক তরুণীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া যায় জসিম (৩৩) নামে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে।

১৮ নভেম্বর ২টি ধর্ষণের ঘটনা ঘটে। জালকুড়িতে চকলেটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে এবং পাঠানটুলি নতুন আইলপাড়া এলাকায় এক পোশাক শ্রমিককে ধর্ষণ করার অভিযোগ দায়ের হয়। আদরের কথা বলে ৮ নভেম্বর মাদ্রাসা শিক্ষক মো. মিনহাজুর রহমানের (২৭) বিরুদ্ধে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠে।

৩ নভেম্বর আদমজীর কদমতলী এলাকায় ৪ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠে। এ অভিযোগে আমিনুল ইসলাম (৩৫) নামে একজন অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় এলাকাবাসী।

এক কিশোরীকে (১৬) গণধর্ষণের ৬ মাস পর অন্তঃসত্ত্বা হয়েছে বলে সিদ্ধিরগঞ্জ থানায় ৩০ অক্টোবর একটি মামলা দায়ের করে ভুক্তভোগী কিশোরীর মা।

২২ অক্টোবর সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাস লাইন এলাকায় মাহিন মাস্টারের ভাড়াটিয়া বাসায় তিন বন্ধুর সহযোগিতায় একই এলাকার ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ৮ম শ্রেণির স্কুল ছাত্র নাসির।

১৪ অক্টোবর দুই বোনকে ধর্ষণের ঘটনায় করা মামলায় গ্রেফতার বাড়ির কেয়ারটেকার আবু বক্করের (৫২) দুই দিনের রিমান্ডমঞ্জুর করে আদালত।

৭ অক্টোবর দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আব্দুল কুদ্দুস নয়ন (৩৫) নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তারকরা হয়।

২৮ সেপ্টেম্বর মিজমিজি এলাকায় স্বামীর বন্ধুর বিরুদ্ধে সন্তানের সামনে এক গৃহবধূ (২৩) গণধর্ষণের শিকারের অভিযোগ উঠে।

২৪ সেপ্টেম্বর কদমতলী এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মাজহারুল ইসলাম রায়হান (২১) নামে এক শিক্ষককে গ্রেফতার করে। ৪ মার্চ সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

প্রযুক্তির অপব্যবহারের কারণে ধর্ষণের মত অপরাধমূলক কর্মকান্ড সমাজে হচ্ছে উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানায়, এর কূফল যুবকসহ সকলের মাঝে তুলে ধরতে হবে। অনেকাংশে প্রেমিক-প্রেমিকার মধ্যে মতের অমিল হলে পরবর্তীতে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে থাকে বলে তিনি উল্লেখ করেন। সামাজিক এ বিষয়ে

সিদ্ধিরগঞ্জের প্রবীণ সাংবাদিক ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মোঃ খলিলুর রহমান বলেন, ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়া উদ্বেগের ব্যপার, উৎকণ্ঠার ব্যপার। ধর্মীয় ও পারিবারিক অনুশাসন ও পারিবারিক শিক্ষা মেনে চললে ধর্ষণ কমবে বলে আমি মনে করি। তাছাড়া পাঠ্যপুস্তকেও বিষয়টিকে গুরুত্ব দেয়া উচিত বলেও মনে করেন তিনি।

নারায়ণগঞ্জ পোস্ট